মির্জা ফখরুল হাসপাতালে  

অসুস্থ বোধ করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 05:03 AM
Updated : 5 May 2015, 08:03 AM

কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক জানান, কারাগারের চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মির্জা ফখরুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

কারা চিকিৎসক মো. আনোয়ার হোসেন জানান, মির্জা ফখরুলের ‘ইন্টারনাল করোটিড আর্টারি ব্লক’ রয়েছে।

“এছাড়া তিনি আইবিএস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছেন। তাকে ভাস্কুলার সার্জন, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও কার্ডিওলজিস্ট দেখানো প্রয়োজন।”

দুই মাস আগেও একবার বিএনপির এই নেতাকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। তবে সে সময় তার সব সমস্যার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয়নি বলে জানান আনোয়ার।

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয় ফখরুলকে। গত ৮ জানুয়ারি তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে।

এর আগেও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কয়েকবার কাশিমপুর কারাগারে যেতে হয়েছিল মির্জা ফখরুলকে।