‘লন্ডনে গোয়েন্দা নজরদারিতে তারেক’

আল-জাজিরায় সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একটি লেখার কঠোর সমালোচনা করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 02:37 PM
Updated : 3 May 2015, 02:37 PM

রোববার মাদারীপুর স্টেডিয়ামে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, মানুষ যখন চুরি করে আর ধরা পড়ে, তখন বাঁচার জন্য অনেক কথাই বলে, যার কোনো ভিত্তি নেই, যা সত্য নয়।

সম্প্রতি আল-জাজিরা অনলাইনে লন্ডনে অবস্থানকারী এই বিএনপি নেতার একটি লেখা প্রকাশিত হয়।

শাজাহান খান বলেন, “সে (তারেক রহমান) এখন দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য আর যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে, যা খুশি তাই করছে,”

মন্ত্রী বলেন, বর্তমান তারেক রহমান, খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর বক্তব্যের কোনো ভিত্তি নাই।

“বর্তমানে তাদের সেই আন্তজার্তিক অবস্থান নেই। তারেক রহমান তো লন্ডনে গোয়েন্দাদের নজরদারিতে আছে।”

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের লেখালেখিতে বিদেশিরা বিভ্রান্ত হবে না বলেও মনে করেন এই মন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রাশসক (রাজস্ব) বাবর আলী মীর, পুলিশ সুপার উত্তম কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাজাহান হাওলাদার প্রমুখ।