মাঝপথে বর্জনেই বিএনপির ভোটে অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ: কাদের

তিন সিটি করপোরেশন নির্বাচন এসেও ভোটগ্রহণের মাঝপথে ‘রহস্যজনক’ বর্জনেই বিএনপির অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 09:39 AM
Updated : 3 May 2015, 09:39 AM

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়ক পরিদর্শন শেষে উপজেলা সদরের ডাকবাংলোয় মন্ত্রী সাংবাদিকদের বলেন, “সিটি নির্বাচন সুষ্ঠু না হলে বর্জনের পরেও বিএনপি কিভাবে এত ভোট পেল, সে প্রশ্ন থেকে যায়।”

২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়।

স্থানীয় সরকার পর্যায়ের এ নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দেওয়ার নিয়ম না থাকায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের পছন্দের প্রার্থীদের সমর্থন দেয়।

ভোটগ্রহণের মাঝপথে ভোটে কারচুপির অভিযোগ এনে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরকারকে কারচুপির অভিযোগ খতিয়ে দেখার তাগিদ দিয়েছে।

এ প্রসঙ্গে সেতুমন্ত্রী কাদের বলেন, “স্থানীয় নির্বাচন নিয়ে জাতিসংঘসহ কয়েকটি দেশের যে মাতামাতি তা ‘নজিরবিহীন’।”

এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ফয়েজুর রহমান বাদল উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন।