গণভবনে যাচ্ছেন আ জ ম নাছির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।

নিজস্ব প্রতিবেদকও চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 09:36 AM
Updated : 3 May 2015, 09:36 AM

রোববার সন্ধ্যায় তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছেন বলে আওয়ামী লীগের এই নেতার ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “মেয়রের সঙ্গে তার স্ত্রী শিরীন আকতার ও দুই সন্তান, প্রধান নির্বাচনী এজেন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এবং কয়েকজন নির্বাচিত কাউন্সিলর আছেন।”

গত ২৮ এপ্রিল চট্টগ্রামের সঙ্গেই অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

চট্টগ্রাম থেকে রওনা হয়ে দুপুরে ঢাকা পৌঁছেই ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বন্দর নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান কাজ। এছাড়াও নগরীর অন্যান্য সমস্যা নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

নবনির্বাচিত মেয়রের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা ছিলেন।