কাফি রতনের ক্যাম্পে হামলার অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী সিপিবি নেতা কাফি রতনের নির্বাচনী ক্যাম্প ও প্রচারকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 02:30 PM
Updated : 26 April 2015, 07:00 PM

২৮ এপ্রিল অনুষ্ঠেয় ভোটের প্রচারের শেষ দিন রোববার বিকালে কল্যাণপুর এলাকায় প্রচারকর্মীদের ওপর হামলা হয়ে বলে এই মেয়রপ্রার্থীর প্রচার সেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। 

কাফি রতনের প্রচার সমন্বয়কারী খান আসাদুজ্জামান মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের কর্মীরা এ হামলা চালায়। এতে সিপিবির আসলাম খানসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।”

আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এরপর রাতে তেজগাঁও এলাকায় হাতি প্রতীকের এই প্রার্থীর প্রধান নির্বাচনী ক্যাম্পে হামলা হয় বলে খান আসাদুজ্জামান জানান। তখন কাফি রতন ক্যাম্পে ছিলেন না।

আসাদুজ্জামান বলেন, “হামলাকারীরা এসে কাফি রতনকে খুঁজতে থাকে। তাকে না পেলে গালাগালি করে ক্যাম্প ভাংচুর শুরু করে। তখন বাধা দিতে গিয়ে আহত হন সিপিবিকর্মী আবদুল্লাহ আল নোমান।”

সিপিবি এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সেই সঙ্গে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

একদিন আগে ঢাকা উত্তরে মেয়রপ্রার্থী মাহী বি চৌধুরী দুর্বৃত্তদের হামলায় আহত হন।