বরাদ্দ পেয়েও টার্মিনাল তৈরি করেননি মনজুর: শাজাহান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বরাদ্দ পাওয়ার পরও মেয়র মনজুর আলম একটি ট্রাক টার্মিনাল নির্মাণ করেননি বলে অভিযোগ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 06:10 PM
Updated : 25 April 2015, 06:10 PM

শনিবার বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, “মেয়র মনজুর সাহেবকে এখানে এক চেকে ১১২ কোটি টাকা হস্তান্তর করেছিলাম। তাকে অনুরোধ করেছিলাম, আপনি একটি ট্রাক টার্মিনাল তৈরি করেন। উনি ট্রাক টার্মিনাল করলেন না।

“অথচ বন্দরের টাকা দিয়ে নিমতলায় পাঁচশটি ট্রাক রাখার মতো একটি ট্রাক টার্মিনাল করে দিলাম। আরেকটি টার্মিনাল করে দেব।”

শাজাহান খান বলেন, “চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করা বন্দরের কাজ নয়। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা একটি মাল্টিপারপাস ড্রেজার কিনলাম। মহেশ খালের উপর স্লুইস গেট নির্মাণের পরিকল্পনাও করেছি।”

অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম ও বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার।