বিএনপি পুরনো অভ্যাসে ফিরে গেছে: কাদের

ভোট গণনার আগে কারচুপির অভিযোগ তোলা বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 02:02 PM
Updated : 25 April 2015, 02:14 PM

দলটি এরই ধারাবাহিকতা দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া অংশে চার লেন প্রকল্পের আওয়তাভুক্ত লেমুয়া সেতুর উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিগত নয়টি সিটি করর্পোরেশন নির্বাচনের ফলাফল গণনা পর্যন্ত বিএনপি কারচুপির অভিযোগ করেছিলেন। তারাই নয়টির মধ্যে সাতটিতে জয়লাভ করেছিল।

“নির্বাচনের ফলাফল গণনা পর্যন্ত অভিযোগেরে পর অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাসে পরিণত হয়েছে, তারা এটা করবেই। তারা সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছে।”

সরকার কোনো নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং এবারও করবে না জানিয়ে তিনি বলেন, তিন সিটিতে জনগণ যাকে চাইবে তিনি  নির্বাচিত হবেন।

সিটি নির্বাচনে সেনা মোতায়ানের বিষয় নির্বাচন কমিশনের এখতিয়ার জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন যেভাবে চাইবেন সেভাবে সেনাবাহিনী মোতায়ান হতে পারে। সরকার সেটি দিতে প্রস্তুতও রয়েছে।

সেতু উদ্বোধনের সময় ফোর লেন প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহম্মদ শিবিব, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার নির্বাচনী গণসংযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করেছেন বলে নির্বাচন কমিশন গাড়ি নিয়ে গণসংযোগে নিষেধাঙ্গা জারি করেছে।

তবে বেগম জিয়া নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে কোনো বাঁধা নেই বলেও জানান তিনি।

ফোর লেন প্রকল্পের বিষয়ে মন্ত্রী জানান, ইতোমধ্যে মহাসড়কের ১৯২ কিলোমিটার কাজের মধ্যে ১২৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। বাকি কাজ ও দ্রুত গতিতে চলছে। ১৪টি বাইপাসের মধ্যে ৯টি এবং ২৩টি ব্রিজের মধ্যে ২০টির কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যেই মহাসড়কের ফোর লেন প্রকল্পের কাজ শেষ হবে।