ভোটের সরঞ্জাম পৌঁছেছে চট্টগ্রামে

সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের জন্য ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোট গ্রহণ সরঞ্জাম চট্টগ্রাম নগরীতে এসে পৌঁছেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 11:34 AM
Updated : 25 April 2015, 11:34 AM

শনিবার সকালে কভার্ড ভ্যানে করে এসব সরঞ্জাম ভোট গণণা কেন্দ্র নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে নেওয়া হয়।

চট্টগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার, অফিসিয়াল সিল, অমোচনীয় কালি, ব্রাশ সিল, স্ট্যাম্প প্যাড, মার্কিং সিলসহ সব সরঞ্জাম এসে পৌঁছেছে।

“সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নিয়েছেন। ২৭ এপ্রিল সকালে ৭১৯ জন প্রিজাইডিং অফিসারকে কেন্দ্রের ভিত্তিতে সব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হবে।”

জিমনেসিয়াম এলাকায় নির্বাচনী সরঞ্জামের নিরাপত্তায় পুলিশ সদস্যরা মোতায়েন আছে।

২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য সিসিসি নির্বাচনে মোট ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ৭১৯টি।

ভোটের ফল ঘোষণা করা হবে এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে। ২৭ এপ্রিল থেকে স্টেডিয়াম এলাকার নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশন।

ওই দিন থেকে স্টেডিয়াম এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ওই এলাকায় সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

সরকারি দল সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ কারণ দেখিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়ে ফল ঘোষণা কেন্দ্র পরিবর্তনের দাবি ‍জানিয়েছেন।