ভাংচুরের এক মামলায় ফালুর জামিন বহাল

গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার এক মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 06:01 PM
Updated : 23 April 2015, 06:01 PM

একই সঙ্গে হাই কোর্টের দেওয়া ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। মোসাদ্দেক আলীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা।

গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মিরপুর থানায় করা ওই মামলায় ১২ এপ্রিল হাই কোর্ট মোসাদ্দেক আলীকে তিন মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার।  

গত ১ ফেব্রুয়ারি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলী ফালুকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আইনজীবী মাসুদ রানা জানান, মিরপুর থানায় করা ওই মামলায় মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার দেখানো হয়। এটি ছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না।