প্রার্থী আপনি হলেই ভালো হত: মন্তব্য আফরোজাকে

স্বামীর প্রচারে গিয়ে নিজের প্রার্থী হওয়ার প্রত্যাশার কথা শুনেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 04:43 PM
Updated : 23 April 2015, 04:57 PM

মামলা মাথায় নিয়ে অপ্রকাশ্য মির্জা আব্বাসের পক্ষে শুরু থেকে এ পর্যন্ত আফরোজাই প্রচার চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার তিনি ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে মির্জা আব্বাসের নির্বাচনী প্রতীক মগ-এর পক্ষে ভোট চান।

আফরোজা দেখা করতে গেলে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইসমাইল খান তাকে বলেন, “কাজ তো সব আপনিই করছেন, সকাল থেকে রাত পর্যন্ত। কেন আপনি প্রার্থী হলেন না? আপনি প্রার্থী হলেই ভালো হত।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের স্ত্রী তখন কিছু না বলে হাসছিলেন।

ডা. ইসমাইল আরও বলেন, “এটা কেবল আমার মত নয়। দলগত কারও মতও নয়। আমি তো বিভিন্ন জায়গায় মানুষকে এই কথা বলতে শুনেছি। খালেদা জিয়া কেন তাকে (আফরোজা) না দিয়ে আব্বাসকে দিল?”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করেও স্বামীর জন্য ভোট চান তিনি।