গাড়ি মেরামতে, বের হলেন না খালেদা

ক্ষতিগ্রস্ত গাড়ির মেরামত না হওয়ায় প্রস্তুতি নিয়েও নির্বাচনী গণসংযোগে বের হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 01:41 PM
Updated : 23 April 2015, 01:41 PM

গত শনিবার থেকে প্রতিদিন বিকালেই বের হচ্ছিলেন খালেদা জিয়া। এর মধ্যে সোমবার থেকে প্রতিদিনই হামলার মুখে পড়েছেন তিনি।

বুধবার বাংলা মোটরে হামলাকারীদের লাঠির আঘাতে গাড়ির কাচ ফেটে যায়। তা মেরামতের জন্য পাঠানো হয় ওয়ার্কশপে।

তা ফেরত না আসায় বিএনপি চেয়ারপারসন বৃহস্পতিবার প্রচারে বের হচ্ছেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিকাল সাড়ে ৪টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম রেডি হয়ে আছেন। কিন্তু গাড়িগুলো মেরামত হয়ে বাসায় আসেনি। সেজন্য এখন তিনি বেরুচ্ছেন না।”

এর ১৫ মিনিট পরে খালেদার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) একটি গাড়ি মেরামত শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে আসে। গাড়িটির চালক জানান, নতুন কাচ লাগানো হয়েছে।

এর কিছু সময় পর বিকাল ৫টার দিকে খালেদার নিশান গাড়িটি ওয়ার্কশপ থেকে মেরামত শেষে বাড়িতে পৌঁছায়। বুধবারের হামলায় গাড়িটির কাচ ফাটার পাশাপাশি বাম্পারও খুলে গিয়েছিল।   

তবে সিএসএফের আটটি গাড়ি একটি বাদে অন্যগুলোর মেরামত শেষ না হওয়ায় বিএনপি চেয়ারপারসন বের না হওয়ার সিদ্ধান্তই নেন।  

বাংলা মোটরের হামলায় সিএসএফের সদস্য অবসরপ্রাপ্ত মেজর মইনুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সামিউল হক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আতিকুর রহমান ও গাড়িচালক আবদুল মান্নান গুরুতর আহত হন।

সোমবার কারওয়ান বাজারে হামলায় সিএসএফ সদস্য ফজলুল করীম, ফারুক হোসেন, শাহেদ আলী, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও অফিসকর্মী এনাম আহমেদ আহত হন।