খালেদার উপর হামলার প্রতিবাদে হরতাল

কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা সরকার পরিকল্পিত দাবি করে এর প্রতিবাদে বুধবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 01:46 PM
Updated : 20 April 2015, 02:45 PM

তবে ভোটের জন্য ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

সোমবার বিকালে কারওয়ান বাজারে হামলার পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

সিটি নির্বাচনে খালেদার প্রচারাভিযানের সময় ওই হামলার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

এদিকে পৌনে ৮টার দিকে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেওয়ার পরপরই নয়া পল্টনের সড়কে একটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। আধা ঘণ্টা পর কয়েকশ’ গজ দূরে নাইটিঙ্গেল মোড়ে ঘটে আরও তিনটি হাতবোমার বিস্ফোরণ।  

মওদুদ বলেন, “পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই বিএনপি চেয়ারপারসনের উপর হামলা হয়েছে।”

সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে আসা খালেদা জিয়ার পুলিশ নিরাপত্তা প্রত্যাহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

৫ জানুয়ারির নির্বাচন বয়কটের পর প্রটোকল অনুযায়ী পুলিশ পাওয়ার মতো কোনো দায়িত্বে নেই খালেদা। তবে তার বাসার পাহারায় পুলিশ ছিল, যা সোমবার সকালে প্রত্যাহার করে নেওয়া হয়।  

রোববার উত্তরায় নির্বাচনী প্রচারে গিয়ে খালেদা সরকার সমর্থকদের বাধার মুখে পড়লে পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।

খালেদা জিয়া সিটি নির্বাচনের প্রচারে নামার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি আহ্বান রেখেছিলেন, বিএনপি চেয়ারপারসন যেখানেই যাবেন, সেখানেই যেন তাকে নাশকতার জন্য প্রশ্ন করা হয়।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্য খালেদা জিয়ার উপর হামলায় উসকানিমূলক বলে মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।

তিনি বলেন, সরকারের ‘উসকানিমূলক’ বক্তব্য এবং তারপর পুলিশ প্রত্যাহার করে নেওয়া প্রমাণ করে যে খালেদা জিয়ার উপর পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা হয়েছে।

পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপারসনের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন মওদুদ।

তিনি বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় হবে বুঝতে পেরে ‘ফ্যাসিবাদী সরকার’ হামলার পথ বেছে নিয়েছে।

“এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখে আমাদের ভিন্ন চিন্তা করতে বাধ্য করবেন না,” সরকারকে হুঁশিয়ার করেন মওদুদ।