খালেদাকে কালো পতাকা দেখানোয় তাবিথের নিন্দা

দলসমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারের সময় খালেদা জিয়াকে সরকারদলীয় কর্মীদের বাধা ও কালো পতাকা দেখানোর নিন্দা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়াল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 11:57 AM
Updated : 20 April 2015, 11:57 AM

সোমবার দুপুরে কারওরান বাজারে নির্বাচনী প্রচারের সময় তিনি সাংবাদিকদের বলেন, “এটা খুবই দুঃখজনক ব্যাপার, আপনারা দেখেছেন গতকাল আমাদের দেশনেত্রী, ২০ দলীয় নেত্রীর গাড়িবহরকে বাধা দেওয়া হয়েছিল এবং অশ্লীল পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।

“এটা কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের জন্য কাম্য নয়।”

রোববার উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় তাবিথের পক্ষে প্রচার চালানোর সময় সরকার সমর্থকদের বাধার মুখে পড়ে খালেদার গাড়িবহর।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তাবিথ।

“সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যন্ত নিরাপত্তা ব্যাবস্থা নেই। এ পরিস্থিতিতে সেনা মোতায়েন করার দাবি জানাচ্ছি।”

এদিন সকালে পল্লবীতে তাবিথের পক্ষে প্রচার চালান তার মা নাসরিন আউয়াল।