সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নোমান

সেনা মোতায়েন ছাড়া চট্টগ্রামে সুষ্ঠুভাবে সিটি করপোরেশন নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 04:21 PM
Updated : 16 April 2015, 04:21 PM

বৃহস্পতিবার বিকালে বন্দরনগরীর রীমা কমিউনিটি সেন্টারে উত্তর জেলা বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রামে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলমের সমর্থনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

২০ দলীয় জোটের কর্মী-সমর্থকদের পুলিশ ‘হয়রানি করছে’ অভিযোগ করে নোমান বলেন, এ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি।

নগরীর পলিটেকনিক, নাসিরাবাদ, রুবী গেট, রহমান নগর, বেবী সুপার মার্কেট এলাকায় ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী কাজে বাধা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

“অবিলম্বে এসব সন্ত্রাসী কাজ বন্ধ করে প্রচারের সমান সুযোগ সৃষ্টি করতে হবে নির্বাচন কমিশনকে। সেনা মোতায়েন ছাড়া চট্টগ্রামে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

নেতাকর্মীদের উদ্দেশে নোমান বলেন, “২০ দলীয় জোটকে এ নির্বাচনে বিজয় অর্জন করতে হবে। এটা হবে প্রাথমিক বিজয়। এরপর জাতীয় নির্বাচনে হবে ২০ দলের চূড়ান্ত বিজয়।”

নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী সভায় বলেন, জনসমর্থন ‘তলানিতে ঠেকায়’ আওয়ামী লীগ এখন ‘সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনে করে’ আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

“জনগণই সন্ত্রাসীদের বড় আতঙ্ক। আর আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।”

মনজুর আলমের বিষয়ে আমীর খসরু বলেন, বিগত সাড়ে চার বছরে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি ‘তাকে স্পর্শ করতে পারেনি’। সিটি নির্বাচনে মনজুর আলমের জয় মানে খালেদা জিয়ারই জয়।

সভায় মনজুর আলম বলেন, “জনগণ অপপ্রচারে বিভ্রান্ত হবে না। ভোট চুরি আর রায় পাল্টানোর যে কোনো অপচেষ্টা ক্ষোভে ফুঁসে ওঠা জনগণের প্রতিরোধের মুখে ভেস্তে যাবে।”

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন মনজুর আলম।

উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাছানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা, বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন, উদয় কুমুস বড়ুয়া, ছালামত আলী সভায় বক্তব্য দেন।