কোন মুখে ভোট চান: খালেদাকে হানিফ

আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, নাশকতার মাধ্যমে মানুষ হত্যার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার হারিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 01:17 PM
Updated : 15 April 2015, 01:17 PM

সিটি নির্বাচনের মধ্যে বুধবার ঢাকায় বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হানিফ বলেন, “ভোটাধিকারের কথা বলে গত তিন মাসে এতগুলো মানুষ হত্যা করেছেন!

“আজকে আবার কোন মুখে নীরব ভোট বিপ্লবের কথা বললেন? কোন মুখে ভোট চাইলেন? জনগণ সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।”

আন্দোলন শিথিল করে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। বিএনপি নেতাদের ভোট দিয়ে ‘নীরব বিপ্লব’ ঘটাতে জনগণের প্রতি আহ্বান রেখেছেন খালেদা।

হানিফ বলেন, “গতকাল বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া। অনেকে খুশি হল। তিন মাস গোটা জাতিকে অবরোধ করে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিলেন খালেদা জিয়া।

“আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছিল; কী কারণে সারাদেশে সাধারণ মানুষকে অগ্নিদগ্ধ করেছেন, হত্যা করেছেন?”

খালেদার উদ্দেশে আওয়ামী লীগ নেতা বলেন, “আপনি যখন বর্ষবরণের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, ভোট চাইলেন। তখনই আপনার পুত্রের বিরুদ্ধে রেড এলার্ট জারি হয়েছে। একটুও কি লজ্জাবোধ হয়নি আপনার?”

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ সালেহা খাতুন, আওয়ামী লীগের সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির, কলেজ ছাত্রসংসদের ভিপি জহিরুল ইসলাম চৌধুরী, জিএস রিয়াজ উদ্দিন প্রমুখ।