এলেও বিএনপি থাকবে কি না, সংশয় নৌমন্ত্রীর

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতারা মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তারা থাকবেন কি না, তা নিয়ে সন্দিহান নৌমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 04:16 PM
Updated : 31 March 2015, 04:16 PM

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে মনোনয়নপত্র জমা শেষ হওয়ার পরদিন মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্যে এই সংশয়ের কথা জানান।

শাজাহান খান বলেন, “আপনারা নির্বাচনে এসেছেন, ভাল কথা। কিন্তু কয়দিন পর যে বলবেন না ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি, তার তো গ্যারান্টি নেই।

“লেভেল প্লেয়িং ফিল্ডের অজুহাত তুলে নির্বাচন থেকে সরে গিয়ে আবার হরতাল অবরোধ দিবেন। তা তো হয় না।”

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি নেতারা মেয়রসহ অন্য পদে মনোনয়নপত্র দাখিল করলেও অভিযোগ করছেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করছে না নির্বাচন কমিশন।   

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধ-হরতাল চালানোর মধ্যেই সিটি নির্বাচনে অংশ নিতে এগিয়ে এসেছে বিএনপি।

বিএনপিকে আন্দোলন ছাড়ার পরামর্শ দিয়ে শাজাহান খান বলেন, “হরতাল-অবরোধে তাদের নেতা-কর্মীও মাঠে নামে না। মিলিটারি মাঠে নামিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামা তো ঠেকাতে পারেনি।”