জনগণ চাইলে তত্ত্বাবধায়ক সরকার: আশরাফ

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জনগণ চাইলেই কেবল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে পারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 03:49 PM
Updated : 31 March 2015, 03:49 PM

তবে জনগণ বিএনপির চলমান আন্দোলন প্রত্যাখ্যান করেছে দাবি করে সরকারের এই মন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক।

বিএনপি জোটের অবরোধ-হরতালের বিরুদ্ধে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ আশরাফ। 

তিনি বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেন, “আপনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, জনগণ চাইলে তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন হবে। তবে গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন- এগুলোর কিছুই আপনি চান না। আপনি চান ছলে বলে কৌশলে ক্ষমতা।

“আসলে খালেদার উদ্দেশ্য বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। তিনি বাংলাদেশকে সাধের পাকিস্তানের সাথে জোড়া লাগাতে চান, দেশটাকে পাকিস্তান, পোড়া মাটির দেশ বানাতে চান।”

বিএনপির চলমান আন্দোলনে নাশকতার দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “খালেদা জিয়া ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের সাথে হেরে গেছেন, তিনি এখন সেই প্রতিশোধ নিতে চান।”

সমাবেশে নৌমন্ত্রী শাজাহান খান আন্দোলন বাদ দিয়ে আসন্ন সিটি নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।  

“নির্বাচনে আসছেন ভালো কথা। নির্বাচন করে জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ আপনাদের সমর্থন করলে আপনাদের সাধুবাদ জানানো হবে।”