সালাম ও পিন্টুর মনোনয়নপত্র জমা দিলেন স্ত্রীরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা আব্দুস সালাম ও  নাসির উদ্দিন পিন্টুর পক্ষে তাদের স্ত্রীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, যদিও দল কাকে সমর্থন দেবে তার চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 10:14 AM
Updated : 29 March 2015, 10:53 AM

বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও মহানগরের সাবেক সদস্য সচিব সালামের স্ত্রী ফাতেমা সালাম রোববার দুপুরে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।  

আর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুর মনোনয়নপত্র জমা দেন তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।

নির্বাচনের সুযোগ পেলে জয়ের আশা প্রকাশ করে তারা দুজনেই বলেছেন, দল সমর্থন না দিলে তা তারা মেনে নেবেন।  

ঢাকার এ অংশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এবং বিএনপিপন্থী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান কারাবন্দি সেলিম ভূঁইয়াও মনোনয়নপত্র নিয়েছেন।

স্বামীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর ফাতেমা সালাম সাংবাদিকদের বলেন, “বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সে উদ্দেশে আমি আমার স্বামী আবদুস সালামের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছি।”

মেয়র পদে সমর্থন নিয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও দল থেকে প্রস্তুতি নিতে বলায় মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান ফাতেমা। 

তিনি বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখন নেই। তবে আমরা আশা করি নির্বাচন কমিশন শিগগিরই এমন ব্যবস্থা নেবে যাতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয, লেভেল প্লেইং ফিল্ডে সব দল-মতের লোক নির্বাচনে অংশ নিতে পারে।”

সুষ্ঠু নির্বাচন হলে এবং দলের সমর্থন পেলে সালাম জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তার স্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ন্ত। সমর্থন না পেলে আমরা তা মেনে নেব এবং সে অনুযায়ী কাজ করব।”  

একই কথা বলেছেন নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, যিনি ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ছাত্রদল নেতা ছাইদুর রহমান নিউটনের বোন।

কল্পনা বলেন, “নাসির উদ্দিন পিন্টু একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা। জনগণই তাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। সরকার মিথ্যা মামলায় তাকে কারাগারে আটকে রেখেছে।”

পিন্টু দলের সমর্থন পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “কর্মীরা তার পক্ষে আছে, আমরা আশা করি দল তাকে সমর্থন দেবে। তবে দল যে সিদ্ধান্ত দেবে তা আমরা মেনে নেব।”

আরেক প্রশ্নে কল্পনা বলেন, “আমি ওমরাহ পালন করতে গিয়েছিলাম। এ কারণে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে কথা হয়নি। আজ মনোনয়নপত্র দিয়ে গেলাম। এখন ম্যাডামের সঙ্গে কথা বলব।”

শেষ পর্যন্ত পিন্টু নির্বাচন করতে পারলে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হবে বলেও জানান তার স্ত্রী।

সাবেক সাংসদ পিন্টুকে গতবছর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তিনি ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেছেন। 

এ মামলায় আসামিপক্ষের অন্যতম আইনজীবী শামীম সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারিক আদালত ১৫২ জনের ফাঁসির আদেশ দেওয়ায় হাই কোর্টে মামলাটি গেছে ডেথ রেফরেন্স আকারে। হাই কোর্ট আসামিপক্ষের আপিল শুনানির জন্য গ্রহণ করায় ওই সাজার আদেশ আপনাআপনি স্থগিত হয়ে গেছে।