চাঁদপুরে পৌর নির্বাচন বর্জন মেয়র পদপ্রার্থীর

অনিয়মের অভিযোগ তুলে চাঁদপুর পৌরসভা নির্বাচন বর্জন করেছেন মেয়র পদপ্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 09:47 AM
Updated : 29 March 2015, 09:47 AM

রোববার ভোটগ্রহণ চলাকালে দুপুরে শহরের ট্রাকঘাট এলাকার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

শফিকুর রহমান ভূঁইয়া অভিযোগ করেন, নির্বাচনে পৌর এলাকার ৪৯টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্র দখল করে জালভোটসহ বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। এতে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।

চাঁদপুর পৌরসভায় সর্বশেষ ২০০৫ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন হয়। দীর্ঘ নয় বছর পর রোববার পৌরসভার ১৫টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌর নির্বাচনে ৪৯টি কেন্দ্রের মোট ৩৪৫টি বুথে এক লাখ এক হাজার ১২২ জন ভোটারের ভোট নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবিধান অনুযায়ী স্থানীয় সরকারের কোনো স্তরের নির্বাচনে রাজনৈতিকভাবে প্রার্থী দেওয়ার সুযোগ নেই। তবে রাজনৈতিক দলগুলো প্রাথীদের সমর্থন জানিয়ে থাকে।

এবারের চাঁদপুর পৌর নির্বাচন জেলা বিএনপির পক্ষ থেকে প্রত্যাখান করা হয়েছে।

আর আওয়ামী লীগ নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদকে (প্রতীক-মোবাইল) সমর্থন জানিয়েছে। পানির জগ প্রতীক নিয়ে নির্বাচন করা সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া কোনো দলের সমর্থন ছাড়াই এককভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।