বিএনপির কারাবন্দি নেতা নাদিম হাসপাতালে

বিএনপির কারাবন্দি কেন্দ্রীয় নেতা নাদিম মোস্তফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 03:23 PM
Updated : 28 March 2015, 03:23 PM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রামেক হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন জানান, বুকে ব্যথা অনুভব করায় পরীক্ষা-নিরীক্ষার জন্য কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে নাদিম মোস্তফাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নাদিম মোস্তফার স্ত্রী নুরুন্নাহার পারুল জানান, বেশ কিছু দিন ধরেই নাদিম মোস্তফা অসুস্থ। তার হার্টে ব্লক ছিল। এছাড়াও ডায়াবেটিস ও উচ্চরক্ত চাপ বেড়ে গেছে। তাই তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

গত ১৯ জানুয়ারি ঢাকার গুলশানের বাসা থেকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার হন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি নাদিম মোস্তফা। ২৪ জানুয়ারি পুঠিয়া থানার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।