মনজুরের বিরুদ্ধে অভিযোগ নাছির সমর্থকদের

চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে নাগরিক কমিটি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 01:12 PM
Updated : 28 March 2015, 01:12 PM

নাগরিক কমিটির প্রার্থী হিসেবে বিদায়ী মেয়র মনজুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

শনিবার বিকালে নাগরিক কমিটির কো-চেয়ারম্যান নঈমুদ্দিন চৌধুরী স্বাক্ষরিত লিখিত অভিযোগটি রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছে জমা দেওয়া হয়।

বিধিমালা অনুযায়ী  প্রার্থী বা প্রার্থীর পক্ষ হতে নির্বাচনের ২১ দিন আগে কোনো প্রচার চালানোর সুযোগ না থাকলেও মনজুর তা করছেন বলে নাগরিক কমিটির অভিযোগ।

নাছিরের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিধি ভঙ্গ করে গত ২৬ মার্চ রাতে নগরীর দেওয়ানহাটে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।”

ওই অনুষ্ঠানে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ও প্রার্থী মনজুর আলম উপস্থিত ছিলেন বলে জানান রায়হান।

“লাভজনক পদে থেকে নির্বাচন করা যায় না বিধায় মেয়রকে পদত্যাগ করতে হয়। পদত্যাগের আগেই তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।”

রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেন অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিধিমালা অনুসারে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের বিষয়ে কী সিদ্ধান্ত হবে, সেটা পরে জানাব।”

শুক্রবার দুপুরে পদত্যাগের পর রির্টানিং কর্মকর্তার কাছ থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনজুর আলম।