চট্টগ্রামে সোলায়মান শেঠকে এরশাদের সমর্থন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের সভাপতিমণ্ডলীর সদস্য সোলায়মান আলম শেঠকে মনোনীত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 10:44 AM
Updated : 25 March 2015, 10:44 AM

ফলে আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসছেন সোলায়মান শেঠ।

বিএনপি এখনও নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলীয় নেতারা জানিয়েছেন, সিদ্ধান্ত হলে মেয়র পদে লড়বেন বর্তমান মেয়র এম মঞ্জুর আলম।

এরশাদের প্রেসসচিব ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভরায় বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের মেয়র পদে সোলায়মান শেঠকে দলীয় চেয়ারপারসন মনোনীত করেছেন।

চট্টগ্রামে জাতীয় পার্টির নেতা মোরশেদ মুরাদ ইব্রাহিমের নামও মেয়র পদের জন্য আলোচনায় ছিল।

তবে সোলায়মান শেঠ ইতোমধ্যে মনোনয়নপত্র তুলেছেন।

ঢাকায় দুই সিটি করপোরেশন নির্বাচনে লড়ার জন্য দুজনের নাম এরশাদ ঘোষণা করেছিলেন।

তবে ঢাকা উত্তরে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এরশাদের উপদেষ্টা হাজ্জাজ বিন মুসা ববি (ববি হাজ্জাজ) মনোনয়নপত্র তুললে তাকে বহিষ্কার করা হয়।