চট্টগ্রামে কাউন্সিলর পদে ‘একক প্রার্থী’ দেবে আ. লীগ

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 03:03 PM
Updated : 24 March 2015, 03:08 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় নগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, “প্রতিটি ওয়ার্ডে দলীয়ভাবে একজন করে কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সভায় মেয়র প্রার্থী হিসেবে নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে সমর্থন দেওয়ায় দলীয় সভানেত্রীকে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিকালে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথসভায় দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমদ বলেন, প্রতি এলাকায় একজন করে কাউন্সিলরকে সমর্থন দেওয়া হবে।

“যদি দলকে ভালোবাসেন তাহলে একজনের জন্য কাজ করতে হবে। স্থানীয় সাংসদের সঙ্গে আলোচনা করে এটা ঠিক করা হবে। আ জ ম নাছির মেয়র প্রার্থী। তাই কাউন্সিলর পদে তার কোনো প্রার্থী থাকবে না।”

নগরীর বিভিন্ন ওয়ার্ডে ইতোমধ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২০১০ সালের সিটি করপোরেশন নির্বাচনেও নগরীর কয়েকটি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।