খুনির সঙ্গে সংলাপে রাজি না: হানিফ

সরকার কোনো খুনির সঙ্গে সংলাপে বসতে রাজি নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 12:28 PM
Updated : 24 March 2015, 12:28 PM

মঙ্গলবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দেশের স্বার্থে সংলাপের মাধ্যমে বর্তমান সংকটের সুষ্ঠু সমাধানে সরকার এগিয়ে আসবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর মন্তব্যের প্রেক্ষিতে হানিফ এ মন্তব্য করেন।

হানিফ বলেন, কে কী আশা করে সেটা নিয়ে কিছু বলার নেই, মানুষ স্বপ্ন দেখে, কেউ বসে স্বপ্ন দেখে আবার কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখে।

বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নে তিনি বলেন, সাম্প্রতিককালে আন্দোলনের নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে।

নাশকতায় এ পর্যন্ত ১৩০ জন নিহত হয় দাবি করে তিনি বলেন, এসব হত্যার দায়ভার যাদের উপর, রক্তের দাগ যাদের হাতে, তাদের সাথে সংলাপে বসার আগ্রহ সরকারের নেই।

“আমরা কোনো খুনির সাথে সংলাপে বসতে রাজি না। এই মুহূর্তে সরকার এটি ভাবছে না।”

তিনি বলেন, জনগণও এটি চায় না। জনগণ চায় যারা প্রেটোল বোমা দিয়ে মানুষ মেরেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনজীবন বিপর্যস্ত করতে না পারে।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।