হরতাল-অবরোধ ভোঁতা হয়ে গেছে: ওবায়দুল কাদের

অতি ব্যবহারে হরতাল-অবরোধকে বিএনপি নেতৃত্বাধীন জোট অকার্যকর ও ভোঁতা অস্ত্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 11:53 AM
Updated : 24 March 2015, 11:53 AM

মঙ্গলবার গাজীপুরের জিরানী এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে ট্রফিক আইন মেনে চলা ও দুর্ঘটনারোধে বিআরটিএ’র জনসচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “হরতাল অবরোধ হচ্ছে আন্দোলনের চড়ূন্ত পর্যায়ের হাতিয়ার। এ কার্যকর হাতিয়ারকে বিএনপি তথা ২০ দলীয় জোট অতি ব্যবহার ও অতি প্রয়োগে  অকার্যকর ও ভোঁতা অস্ত্রে পরিণত করেছে।”

হরতাল আর অবরোধ ডেকে কোনো লাভ নেই বলে মনে করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন,  গণআন্দোলন গণহত্যা করে হয় না। আজকে আন্দোলনের নামে যা হচ্ছে তা হচ্ছে গণহত্যা। তাদের আন্দোলন ককটেল আর পেট্রোল বোমায়।

নির্বাচন আর আন্দোলন এক সঙ্গে হয় না বলে মন্তব্য করেন এই মন্ত্রী।

এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী আফতাব উদ্দিন আহমেদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন এবং স ও জ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।