খালেদার কার্যালয়ে ঢুকতে কর আইনজীবীদের বাধা

গত কয়েকদিন পেশাজীবী নেতাদের গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকতে বাধা না দিলেও সোমবার পুলিশের বাধা পেয়েছেন কর আইনজীবী সমিতির নেতারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 05:11 PM
Updated : 23 March 2015, 05:11 PM

সন্ধ্যা ৭টার দিকে ঢাকা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মাজম আলী খান, সাধারণ সম্পাদক মো. জাফরুল্লাহ ও নির্বাহী সদস্য ফেরদৌস আলম কার্যালয়ের ফটকে এসে পুলিশের বাধার সামনে পড়েন।

সেখানে অবস্থানরত পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা বলেন, “ভেতরে প্রবেশের অনুমতি নেই। আপনারা চলে যান।”

রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৩ জানুয়ারি থেকে খালেদা জিয়া এই কার্যালয়ে অবস্থান করছেন। গত ১১ ফেব্রুয়ারি থেকে পুলিশ ওই কার্যালয়ে নেতা-কর্মীদের ঢোকা বন্ধ করে দেয়।

এরপর গত দুই সপ্তাহেরে মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মাসুদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্ অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে পেশাজীবী নেতাদের ঢুকতে দিয়েছিল পুলিশ।