এইচএসসি পরীক্ষা হরতালমুক্ত রাখুন: সুরঞ্জিত

আসন্ন এইচএসসি পরীক্ষাকে হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখতে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 01:48 PM
Updated : 23 March 2015, 01:48 PM

সোমবার দুপুরে সিলেট সার্কিট হাউসে দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে না পারা রাজনীতির ব্যর্থতা, শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষা দিতে না পারা রাজনীতির নিষ্ঠুর পাঠ।”

ঢাকা ও চট্টগ্রামে সিটি কর্পোরেশনে নির্বাচনের উদ্যোগের প্রংশসা করে তিনি বলেন, তিন সিটি কর্পোরেশনে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে।

এ নির্বাচন আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসবে বলে মনে করেন তিনি।

সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার রাজনীতিকে দূরে সরিয়ে বিএনপি এবার নির্বাচনের রাজনীতিতে আসবেন বলে আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও দিরাই ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হান্নান চৌধুরী, শিক্ষানুরাগী ইকবাল আহমদ চৌধুরী, দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সিলেট’র আহ্বায়ক আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।