নাশকতার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের অনশন

বিএনপি জোটের চলমান হরতাল-অবরোধের মধ্যে দেশব্যাপী নাশকতার প্রতিবাদে অনশন করেছেন সাংস্কৃতিক কর্মীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 01:04 PM
Updated : 6 March 2015, 01:04 PM

শুক্রবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গণঅনশনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানান।

সন্ত্রাস, নাশকতা, পুড়িয়ে মানুষ হত্যা, শিক্ষা জীবন ও অর্খনীতি ধ্বংস এবং জঙ্গিবাদ তৎপরতা প্রতিরোধে লক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট গণ-অনশনের আয়োজন করে।

কর্মসূচির শুরুতেই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, “সংস্কৃতিক কর্মীদের গানে-কবিতায় প্রতিবাদ করে বসে থাকার আর সময় নেই। গণ অনশনের মধ্য দিয়ে আমরা তাদের বিবেককে শেষবারের নাড়া দিতে চাই।”

নাশকতা রুখতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ মোর্চা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনশনে সংহতি জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, যেভাবেই হোক এই পশুদের প্রতিহত করতেই হবে।

জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ আসলাম বলেন, জাতির যে কোনো ক্রান্তিকালে ক্রীড়াঙ্গনের লোকজন মানুষের পাশে দাঁড়াবে।

বাংলাদেশে কারোরই এখন আর নিরপেক্ষ থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ অনশনে অংশ নেন।

কর্মসূচিতে প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেছেন সাংস্কৃতিক কর্মীরা।