এখন সংলাপের প্রয়োজন নেই: মুহিত

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এখন সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 12:42 PM
Updated : 6 March 2015, 02:38 PM

তিনি বলেছেন, “নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংলাপ সেই নির্বাচন তো হয়েই গেছে। তাই সংলাপের এখন আর কোনো প্রয়োজনীয়তা নেই।”

শুক্রবার দুপুরে ভোলার উপশহর বাংলাবাজারে স্বাধীনতা যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “এই মুহূর্তে সংলাপের কোনো বিষয়বস্তু নেই। যখন সংলাপের সময় ছিল তখন খালেদা জিয়া সংলাপে আসেননি। তিনি তখন বোকামি করেছেন।”

অর্থমন্ত্রী বলেন, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও কিছু লোক অসুবিধা সৃষ্টি করছে। তারা গুম, হত্যা ও সন্ত্রাস করে অর্থনীতির বিপর্যয় ঘটাচ্ছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চান খালেদা জিয়া।

“হরতাল, অবরোধ দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করছেন, সারা দেশের অশান্তি সৃষ্টি করার চেষ্ঠা করছেন তিনি।”