আদালতে যেতে খালেদাকে আহ্বান

ধার্য তারিখে হাজির না হওয়ায় গ্রেপ্তারের ঝুঁকির মুখে থাকা খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 03:38 PM
Updated : 26 Feb 2015, 03:38 PM

তিনি বলেছেন, “আপনি (খালেদা জিয়া) আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। আদালতে হাজির হননি বলে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আপনি আইনে প্রতি শ্রদ্ধাশীল হয়ে আগামী তারিখে আদালতে হাজির হবেন।”

দুর্নীতির দুটি মামলায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার পুরান ঢাকার সুড়িটোলায় ১৪ দলের এক সমাবেশে একথা বলেন কামরুল।   

দেড় মাস ধরে কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়া বুধবার আদালতে হাজির না হওয়ার পর আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

৫ জানুয়ারি কার্যালয় থেকে বের হতে বাধার মুখে খালেদা জিয়া

আদালতে খালেদার আইনজীবীরা হাজির না হওয়ার বিষয়ে তার নিরাপত্তাহীনতাকে কারণ হিসেবে দেখিয়েছিলেন।

বৃহস্পতিবার ঢাকার রামকৃষ্ণ মিশনে আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “খালেদা জিয়া গ্রেপ্তার হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে যারা তারস্বরে চিৎকার করছেন, তারা খালেদা জিয়াকে রাজা-রানি ভাবেন।

“গণতন্ত্রে কোনো অপরাধীর স্থান নেই। কারাগারই অপরাধীর স্থান। বরং অপরাধী কারাগারের বাইরে থাকলে গণতন্ত্র ধ্বংস হয়।”

সুড়িটোলার সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গে বলেন, “আইন সবার জন্য সমান।”

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানে বিএনপির দাবি আবারও নাকচ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

তিনি বলেন, “দেশে এখন শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই নাই। তবে একজন জঙ্গি আছে। তিনি হলেন খালেদা জিয়া।”

সমাবেশে বক্তব্যে মাহমুদুর রহমান মান্নার ফাঁস হওয়া কথোপকথন নিয়ে কামরুল বলেন, “মান্নার মতো আরও অনেকে আছে। সাবধান হয়ে যান। সবার কথা ফাঁস হবে।”