মির্জা আব্বাসকে গ্রেপ্তারে পরোয়ানা

অবরোধ-হরতালের মধ্যে অপ্রকাশ্যে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা কমিটির আহ্বাক মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2015, 11:53 AM
Updated : 24 Feb 2015, 11:53 AM

মিরপুরের দারুস সালামে ঢাকা সাংবাদিক সমিতি লিমিটেডের আবাসনের জন্য প্লট ইজারা দেওয়া সংক্রান্ত দুর্নীতির মামলায় মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কেএম ইমরুল কায়েস এই পরোয়ানা জারি করেন।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে মির্জা আব্বাস গৃহায়ন ও পূর্তমন্ত্রী থাকার সময় এই বরাদ্দ দেওয়া হয়েছিল।

মির্জা আব্বাসের পাশাপাশি তৎকালীন পূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ আরও চারজনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

মির্জা আব্বাস

অন্যরা হলেন- যুগ্মসচিব বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কার্যালয়ের হিসাব রক্ষক মনসুর আলম, হিসাব সহকারী মো. মতিয়ার রহমান।

শাহবাগ থানায় গত বছরের ৬ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক যতন কুমার রায়ের দায়ের করা মামলাটিতে বিচারক পরোয়ানা জারির এই আদেশ দেন।

এবছরের ১১ ফেব্রুয়ারি কমিশনের উপপরিচালক হামিদুল হাসান মির্জা আব্বাসদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা বাজারমূল্যের চেয়ে কম দর দেখিয়ে মিরপুরের দারুস সালাম এলাকায় ৭ একর জমি ইজারা দেন। এতে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি হয়েছে।

আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়ে সে বিষয়ে আগামী ২৫ মার্চ প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দিয়েছে।