রিজভী না থাকায় দৃশ্যপটে আবার সালাহউদ্দিন

দলীয় সহকর্মী রুহুল কবির রিজভী গ্রেপ্তারের পর দেড় বছর আগের মতো আবার দৃশ্যপটে এসেছেন বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 05:38 PM
Updated : 11 March 2015, 02:30 PM

খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে যে বিবৃতিটি এসেছে তা সালাহ উদ্দিন আহমেদের নামে।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত দলের বিবৃতি-বক্তব্য অজ্ঞাত স্থান থেকে রিজভী দিয়ে আসছিলেন। শনিবার ভোররাতে তিনি গ্রেপ্তার হন।

দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে ফখরুল ও রিজভী গ্রেপ্তার হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদু মুখপাত্রের দায়িত্ব নিয়েছিলেন।

সালাহউদ্দিন আহমেদ (ফাইল ছবি)

শামসুজ্জামান গ্রেপ্তার হওয়ার পর তখন ওই দায়িত্ব নিয়েছিলেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন।

এবার রিজভী গ্রেপ্তারের আগে শামসুজ্জামান দুদু গ্রেপ্তার হন। তাকে শনিবার রিমান্ডে নিয়েছে মিরপুর থানা পুলিশ।

দুই বছর আগে সালাহউদ্দিন অজ্ঞাত স্থান থেকে বিবৃতির পাশাপাশি ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য পাঠানোর পর আওয়ামী লীগ নেতারা বলছিল, আল কায়দার মতো আচরণ করছে পুলিশ।

তবে বিএনপির অভিযোগ, সরকারের দমন-পীড়নের মুখে তাদের নেতারা স্বাভাবিক তৎপরতা চালাতে পারছেন না।