খালেদার ‘বাসার’ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নাশকতায় প্রাণহানির মধ্য দিয়ে সরকারবিরোধী আন্দোলন চলাকালে গত প্রায় এক মাস ধরে গুলশানের যে বাড়িটি খালেদা জিয়ার ‘বাসা’ হিসেবে ব্যবহার হয়ে আসছে, সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে তার এক সহকারী জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 11:09 PM
Updated : 31 Jan 2015, 08:10 AM

শনিবার ভোররাতে বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ২টা ৩৭ মিনিট থেকে এখানে বিদ্যুৎ নেই।”

কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছে দাবি করে তিনি বলেন, “তারা বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে।”

ঢাকার অভিজাত এলাকা গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের ওই বাড়িতে গত ৩ জানুয়ারি মধ্যরাত থেকে অবস্থান করছেন খালেদা জিয়া।

বিএনপির সাবেক এক সংসদ সদস্যের পরিবারের মালিকানাধীন বাড়িটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

দুই সপ্তাহ আগে পুলিশ ওই বাড়ির সামনে থেকে সব ধরনের ব্যারিকেড সরিয়ে নিলেও সেখানেই থাকছেন খালেদা জিয়া।

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মালয়েশিয়া থেকে স্বামী আরাফাত রহমান কোকোর লাশ নিয়ে আসা শর্মিলা রহমান দুই মেয়েকে নিয়ে শাশুড়ির সঙ্গে ওই কার্যালয়ে রয়েছেন।

কয়েকজন বিএনপি নেতার পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা ওই বাড়িতে রয়েছেন।  

চলতি মাসের শুরুতে ওই বাড়ি থেকেই সারাদেশে লাগাতার অবরোধের ঘোষণা দিয়েছিলেন তিনি। প্রায় চার সপ্তাহ ধরে চলমান অবরোধের মধ্যেই কয়েক দফায় হরতালের ডাক দেওয়া হয়েছে।

সর্বশেষ শুক্রবার হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যিনি পলাতক অবস্থায় অজ্ঞাত স্থান থেকে দলীয় বক্তব্য ও কর্মসূচি জানাচ্ছিলেন।

এক বিবৃতিতে রোববার থেকে সারা দেশে ৭২ ঘণ্টা হরতালের ডাক দেন তিনি; যার পরদিন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সূচি রয়েছে, যাতে অংশ নেবে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী।

পরে শনিবার ভোররাতে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন রিজভী।