গাড়ি ভাংচুর করায় ছাত্রদলের ২ নেতাকে দণ্ড

কক্সবাজারে হরতালের সমর্থনে গাড়ি ভাংচুর করায় ছাত্রদলের দুই নেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2014, 06:48 AM
Updated : 29 Dec 2014, 06:48 AM

সোমবার সকালে শহরের কালুর দোকান এলাকায় গাড়ি ভাংচুরের সময় এদের আটক করে ছয়মাস করে কারাদণ্ড দেয় নির্বাহী হাকিম তুষার আহমেদের আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার আইন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক করিম তাজ ও শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জামাল উদ্দিন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, শহরের কালুর দোকান এলাকায় গাড়ি ভাংচুরের সময় করিম তাজ ও জামাল উদ্দিনকে আটক করা হয়। পরে নির্বাহী হাকিম তুষার আহমেদ তাদের ছয়মাস করে কারাদণ্ড দেন।

তিনি বলেন, বিভিন্ন স্থানে পিকেটিং হলেও শহরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীন যান বাহন চলছে।

শহরে পুলিশ, বিজিবি ও র‌্যাবের টহল জোরদার রয়েছে বলেও জানান তিনি।