সিলেট বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার, মঙ্গলবারও হরতাল

হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ও দুই ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2014, 05:41 AM
Updated : 29 Dec 2014, 06:12 AM

এর প্রতিবাদে মঙ্গলবারও জেলায় আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর আম্বরখানা এলাকা থেকে মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তার সঙ্গেই গ্রেপ্তার হন ছাত্রদল কর্মী সুমন চক্রবর্তী ও জুবেল আহমেদ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ বলেন, “হরতালে নাশকতার চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়।”

তাদের গ্রেপ্তারের পরপরই সিলেট আদালত প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে করে মঙ্গলবার হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম।

তিনি বলেন, “শাহরিয়ার চৌধুরীসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর এলাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করা হবে।”

এদিকে বিএনপি-জামায়াত জোটের ডাকা সোমবারের হরতালে সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাজীটুলা এলাকায় ছাত্রদলের মিছিল থেকে হাতবোমা ফাটানো হয়।

এর বাইরে নগরীর কোথাও বড় কোনো গোলযোগ ঘটেনি বলে অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ জানান।

শহরের সবকটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি রয়েছে র‌্যাবের টহল।

সকাল থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেলেও ভারী যানবাহন চলছে না। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি।

তবে সব ট্রেন যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে সিলেট রেলওয়ের স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান।