রিমান্ড থেকে হাসপাতালে আলাল

রিমান্ডে নেয়ার কয়েক ঘণ্টার মাথায় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গোয়েন্দা সদর দপ্তর (ডিবি) থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 02:25 PM
Updated : 28 Dec 2014, 02:47 PM

চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আদালত থেকে রিমান্ড পাওয়ার পর জিজ্ঞাসাবাদের সুবিধার জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। তার শরীর কাঁপুনিজনিত সমস্যা রয়েছে।

“ডিবি কার্যালয়ে নেওয়ার পর সন্ধ্যায় এই সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।”  

এর আগে রোববার দুপুরে বকশীবাজারে সংঘর্ষের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

শনিবার রাতে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে আলালকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ আলালকে হাসপাতালে আনা হয়েছে। তার চিকিৎসা চলছে।”