আবার মেয়র হওয়ার ইচ্ছা মহিউদ্দিনের

কেন্দ্রের অনুমতি নিয়ে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 11:14 AM
Updated : 28 Dec 2014, 11:21 AM

তিনবারের নির্বাচিত সাবেক মেয়র মহিউদ্দিন রবিবার দুপুরে নগরীর চশমা হিলে নিজবাসায় আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই আগ্রহের কথা জানান।

তিনি বলেন, “আগে চারবার করেছি, এবারও মেয়র নির্বাচন করব। নাগরিক কমিটির পক্ষে দলের অনুমতি নিয়েই নির্বাচন করব।’’

শিক্ষা-স্বাস্থ্য ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সিটি গর্ভনমেন্ট বাস্তবায়ন এবারের নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকবে বলে জানান তিনি।

দুপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নিজের বাসায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন মহিউদ্দিন চৌধুরী।

এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত একটি অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী মেয়র পদে নির্বাচনে ‘অনাগ্রহ’ প্রকাশ করেছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, “জনগণের দাবি আছে, আগেও চারবার করেছি, এবারও করব।”

২০১০ সালের ১৭ জুন সিসিসির নির্বাচনে তিনবারের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী চতুর্থবারে তারই রাজনৈতিক শিষ্য বিএনপিসমর্থিত প্রার্থী এম মনজুর আলমের কাছে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হেরে যান।

পরবর্তীতে চট্টগ্রামের জলাবদ্ধতাসহ বিভিন্ন বিষয়ে সমালোচিত বর্তমান মেয়র মনজুর আলমের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করতে দেখা যায়নি মহিউদ্দিন চৌধুরীকে। সিসিসিসহ বিভিন্ন কর্মসূচিতে দুজনকে একসঙ্গে অংশ নিতে দেখা গেছে।

১৯৯৪ সাল থেকে পরপর তিনবার নাগরিক কমিটির ব্যানারেই আওয়ামী লীগের এই নেতা জয়ী হয়েছিলেন।

আগামী বছরের ১৬ জুন বর্তমান মেয়রের মেয়াদ শেষ হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের বিধি অনুসারে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

মহিউদ্দিনের বাইরে চট্টগ্রাম আওয়ামী লীগের দুই নেতা সিটি মেয়র নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন।

এর মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন দল চাইলে তিনি প্রার্থী হবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

এর বাইরে নগর কমিটির কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী ‘উল্লেখ’ করে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সভা-সমাবেশও করছেন।

এ নিয়ে দলের মহানগরে ছালামের বিরুদ্ধে ‘ক্ষোভ’ও রয়েছে অনেকের। দলীয় অনুমতি ছাড়া মেয়র পদে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে সিডিএ চেয়ারম্যানকে নোটিশও দেয় মহানগর আওয়ামী লীগ।

গত ১২ নভেম্বর মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধনে এলে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্থানীয় নেতারা মেয়র প্রার্থী ঠিক করে দিতে বললে তিনি স্থানীয়ভাবে ঠিক করে প্রস্তাব পাঠাতে বলেছিলেন।

মহিউদ্দিন চৌধুরী রোববার বলেন, আগামী বুধবার সংবাদ সম্মেলন করে সিটি মেয়র পদে প্রার্থিতার বিষয়টি জানানো হবে।

মঙ্গলবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা হওয়ার কথা। সেই বৈঠকে দলের মেয়র পদে প্রার্থিতা নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, কেন্দ্রের অনুমতিসাপেক্ষে পরে আলোচনা হবে।