‘সরকার দিশেহারা, তাই সমাবেশে বাধা’

খালেদা জিয়ার সমাবেশে মানুষের ঢল দেখে দিশেহারা হয়ে সরকার গাজীপুরে সমাবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2014, 01:53 PM
Updated : 27 Dec 2014, 01:53 PM

শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনের কার্যালয়ের সামনে গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশে ১৪৪ ধারা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‍আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু বলেন, “রাষ্ট্রীয় সন্ত্রাস ও দলীয় সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ অবৈধভাবে দখল করা ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে।”

‘অবৈধ সরকার ও সংসদের বিরুদ্ধে জনগণের ঢল’ দেখে সরকার দলীয় সন্ত্রাসের ‍আশ্রয় নিয়েছে বলে তিনি এ সময় অভিযোগ করেন।

“তাই খালেদা ‍জিয়ার সমাবেশে মানুষের ঢল দেখে সরকার দিশেহারা হয়ে সমাবেশস্থলে ১৪৪ ধারা করেছে,” বলেন তিনি।  

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, “ঢাকার বকশীবাজারে দলীয় ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে বিরোধী দলের উপর হামলা করলেও প্রশাসন নিরব ছিল। উপরন্তু, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগের এ অত্যাচার-নির্যাতন জনগণ বেশিদিন মেনে নেবে না।”

মহানগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিকিৎসক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম, মাহবুবুর রহমান শামীম ও ন্যাপ সভাপতি ওসমান গণি শিকদার।