স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য দায়িত্বহীন: ফখরুল

শিশু জিহাদের গভীর কূপে পড়া নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2014, 01:48 PM
Updated : 27 Dec 2014, 01:48 PM

শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “যখন সারা দেশের মানুষ এই সংবাদে উদ্বিগ্ন ছিল, ঠিক তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গভীর রাতে ঘটনাটি নিছক গুজব বলে উড়িয়ে দিলেন। উদ্ধারকাজে জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বললো, ওই কূপে মানুষের কোনো চিহ্নই নেই।”

“স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বহীন মন্তব্যে আমরা ক্ষুব্ধ ও হতাশ হয়েছি।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকের পর এই ব্রিফিং করা হয়।

প্রায় ২৩ ঘণ্টা পর শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেল কলোনির পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের নিচ থেকে জিহাদকে মৃত অবস্থায় বের করে আনে স্থানীয়রা।

এর আগেই পরিত্যক্ত যে পাইপে জিহাদের থাকার প্রমাণ পাওয়া যায়নি দাবি করে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস।

ব্রিফিংয়ে শিশু জিহাদের শোক সন্তপ্ত মা-বাবাসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল।