খালেদার জনসভাস্থলের ১৪৪ ধারা প্রত্যাহারের আহ্বান

খালেদা জিয়ার সমাবেশস্থলে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 12:30 PM
Updated : 26 Dec 2014, 12:30 PM

শুক্রবার বিকালে এক  সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়ে তিনি সমাবেশ করায় প্রশাসনের সহায়তা চান। 

বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ঘোষণায় উত্তেজনার প্রেক্ষাপটে গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশস্থলে শুক্রবার দুপুর থেকে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সংবাদ সম্মেলনে মান্নান বলেন, “গাজীপুরে আমাদের জনসভার প্রস্তুতি চলমান রয়েছে। খালেদা জিয়ার সভাকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আমরা মর্মাহত।”

প্রশাসন একটি গ্রুপকে সহযোগিতা করতে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে অভিযোগ করেন তিনি।

“আমরা এখনও প্রশাসনের কাছে সহযোগিতা চাই। ১৪৪ ধারা প্রত্যাহার করে আমাদের সমাবেশের অনুমতি দেওয়া হোক,” বলেন মান্নান।

টঙ্গীতে বিএনপির এক নেতার বাড়িতে সংবাদ সম্মেলনে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মো. সালাউদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মো. আশরাফ হাওলাদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুরের বদরে আলম কলেজ মাঠ ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে। 

“যেহেতু তারা ঐকমত্যে পৌঁছাতে পারেন নাই, সেহেতু আমরা কাউকেই অ্যালাও করছি না।”