চট্টগ্রামে বিএনপির প্রতিবাদ সমাবেশ

ঢাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে দাবি করে তার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে বিএনপি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 12:54 PM
Updated : 24 Dec 2014, 12:54 PM
বুধবার নগরীর কাজীর দেউড়ি এলাকায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। মহানগর সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর সাধারণ সম্পাদক ‍শাহাদাত হোসেন।

বুধবার জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া ঢাকার আদালতে হাজিরা দেন। এ কারণে আদালত এলাকায় জড়ো হওয়া বিএনপিকর্মীদের ওপর চড়াও হয় সরকার সমর্থকরা। তবে খালেদার গাড়িবহরে কোনো হামলা হয়নি বলে পুলিশ জানায়। 

শাহাদাত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে ‘হামলার’ নিন্দা জানিয়ে বলেন, “বিদায়ের ঘণ্টা বেজে গেছে। যেভাবে মঈনুদ্দিন, ফখরুদ্দিন টিকতে পারে নাই। আপনারাও টিকতে পারবেন না।”

খালেদা জিয়ার আন্দোলনের ডাক আসা মাত্র রাজপথে ঝাঁপিয়ে পড়তে সবাইকে আহ্বান জানান তিনি।

আবু সূফিয়ান প্রয়োজনে আইন অমান্য করে রাজপথের আন্দোলনের হুমকিও দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি ও নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজদৌল্লাহ।