ছাত্রলীগকে পাল্টা হুঁশিয়ারি ছাত্রদলের

ছাত্রলীগের হুমকি উড়িয়ে দিয়ে গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশ আয়োজনের দায়িত্ব নিয়েছে ছাত্রদল।

ঢাবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 03:20 PM
Updated : 22 Dec 2014, 03:23 PM

“গাজীপুরসহ দেশে সমাবেশ প্রতিহত করার ঘোষণার পরিণাম কী ভয়াবহ হতে পারে, ছাত্রলীগকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে,” বলেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলার জন্য তারেক রহমান ক্ষমা না চাইলে গাজীপুরে ২৭ ডিসেম্বর তার মা খালেদা জিয়াকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে রোববার ঘোষণা দেয় ছাত্রলীগ।

তার প্রতিক্রিয়ায় সোমবার নয়া পল্টনে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে পাল্টা হুঁশিয়ারি দিল ছাত্রদল। এতে ছাত্রদল সভাপতি রাজিব আহসানও ছিলেন।

আকরামুল হাসান বলেন, “ছাত্রলীগের এ ঘোষণা ছাত্রসমাজকে বিস্মিত ও হতবাক করেছে। এ বক্তব্য হাস্যকর ও অর্বাচীনের আস্ফালন।

“নির্ধারিত জায়গায়, নির্দিষ্ট সময়ে সভা অনুষ্ঠিত হবে এবং ছাত্রদল সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।”

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক লন্ডনে এক সভায় বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলার পর তার বিরুদ্ধে দেশে কয়েক ডজন মামলা হয়েছে। তারেক দাবি করেছেন, তার বক্তব্য ছিল ‘অপপ্রচারের’ জবাব।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, “খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে সব কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, তা না হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাজপথে গণধোলাই দিয়ে রাজনৈতিক শিষ্টাচার শেখাবে।”