তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভের ডাক

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার যুবদল এবং রোববার ছাত্রদল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি  দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 02:55 PM
Updated : 19 Dec 2014, 03:00 PM

শুক্রবার যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচির কথা জানানো হয়।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন জানান, শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি হবে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সারাদেশে জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয়সমূহে বিক্ষোভ কর্মসূচি হবে।

ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এই কর্মসূচি পালনের জন্য সব জেলা-মহানগর-বিশ্ববিদ্যালয়ের ইউনিটকে নির্দেশ দিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ‘রাজাকার’ বলায় মানহানির অভিযোগের মামলায় তারেক রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার মেট্রোপলিটন হাকিম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া চট্টগ্রাম, নাটোর এবং কুমিল্লাতেও তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

আর এ গনির সুস্থতা কামনায় দোয়া

মস্তিষ্কে রক্তক্ষরণে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির প্রবীণ সদস্য আর এ গনির আশু রোগমুক্তির কামনায় শুক্রবার বিকালে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ ডিসেম্বের গভীর রাতে ৯০ বছর বয়সী আর এ গনিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বারডেম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বর্তমানে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আবদুল রশীদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

দোয়া মাহফিলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিদসহ নেতা-কর্মীরা অংশ নেন।

আর এ গনির দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আবদুল মালেক।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রকৌশলী আর এ গনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।