সংসদ নির্বাচনের জন্য ৬৫ প্রতীক

নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনী এনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৫টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 07:49 PM
Updated : 17 Dec 2014, 07:49 PM

সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।

আগে সংসদ নির্বাচনের জন্য ১৪০টি প্রতীক ও একটি ক্রস চিহ্ন ছিল। তা থেকে স্থানীয় সরকার নির্বাচনেও প্রতীক বরাদ্দ দেওয়া হত।

ইসির উপ সচিব আবদুল অদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে নিবন্ধিত ৪০টি দলের জন্য ৪০টি প্রতীক সংরক্ষিত রয়েছে। স্বতন্ত্র প্রার্থী ও নতুন দল নিবন্ধন বিবেচনায় রেখে অতিরিক্ত ২৫টি প্রতীক রাখা হয়েছে।

“স্থানীয় সরকারের সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আলাদা-আলাদা প্রতীক সংরক্ষণের সংশ্লিষ্ট বিধিমালায়ও সংশোধন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন কিছু প্রতীক যোগ করে প্রস্তাবিত সংশোধনে ইসির অনুমোদনও পাওয়া গেছে।

“সব মিলিয়ে জাতীয় ও স্থানীয় নির্বাচনে এখন দুই শর মতো প্রতীক থাকবে।”

এ প্রসঙ্গে ইসির আইন শাখার উপ সচিব সেলিম মিয়া বলেন, “স্থানীয় সরকারের জন্য বিধিমালায় প্রস্তাবিত সংশোধন আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠানো হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এসআরও নম্বর বসলে তা গেজেট আকারে প্রকাশ করবে ইসি সচিবালয়।”

আলাদা প্রতীক সংরক্ষণের বিষয়ে গত নভেম্বরে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, “সংসদ ও স্থানীয় নির্বাচনের প্রতীক আলাদা থাকলেই ভালো। এক প্রতীক একাধিক নির্বাচনে ব্যবহার হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। প্রতীক দেখেই যেন ভোটাররা বুঝতে পারে কোন্ নির্বাচন হচ্ছে।”