ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে নিয়ে মন্তব্যের কারণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা খারিজ করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 05:36 AM
Updated : 17 Dec 2014, 05:36 AM

ফাইল ছবি

পরপর পাঁচটি ধার্য তারিখে বাদীপক্ষ আদালতে অনুপস্থিত থাকায় ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত বুধবার মামলাটি খারিজ করে দেন বলে আসামিপক্ষের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান।

২০১০ সালের জুলাই মাসে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সেই সময়ের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে সম্বোধন করায় মির্জা ফখরুলের বিরুদ্ধে এ মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।

হাজিরার দিন থাকায় বুধবার সকালেই আদালতে আসেন বিএনপি নেতা ফখরুল। তার আইনজীবীরা মির্জা ফখরুলকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।

তার আইনজীবী মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদীপক্ষ নিয়মিত না আসায় বিচারক মামলাটি খারিজের মৌখিক আদেশ দিয়েছেন।”