খালেদার সঙ্গে বিসওয়ালের বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 01:08 PM
Updated : 28 Nov 2014, 01:25 PM

এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ঢাকা সফরে আসা বিসওয়াল সন্ধ্যা ৬টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় প্রবেশ করেন। এক ঘণ্টার বেশি সময় বৈঠক করে সন্ধ্যা সোয়া ৭টায় বেরিয়ে আসেন তিনি।

এর আগেই সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন ওবামা প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূত এই সহকারী মন্ত্রী।

খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

শনিবার দুপুরে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক করবেন বিসওয়াল।

নির্বাচনের আগে গত বছরের ১৬ নভেম্বর নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যে প্রথমবারের মতো ঢাকায় এসে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা করেছিলেন বিসওয়াল।

বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্য দিয়ে ওই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে।