ওরা অবান্তর কথা বলছে: কাদের

বিএনপির প্রতি ইঙ্গিত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লতিফ সিদ্দিকীকে নিয়ে তারা অবান্তর কথা বলছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 04:30 PM
Updated : 26 Nov 2014, 04:30 PM

বুধবার সিলেটে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “লতিফ সিদ্দিকীর ইস্যুতে বিরোধী দল অবান্তর কথাবার্তা বলছে। তারা নানা কথা বলছে, যা অবান্তর।

“তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনে না গিয়ে ভুল করেছে। এখন কর্মীদের চাঙ্গা রাখতে অযথা আন্দোলনের ইস্যু খুঁজছে।”

গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো লতিফ সিদ্দিকী প্রায় দুই ডজন মামলা মাথায় নিয়ে গত রোববার রাতে দেশে ফেরেন।

বিমানবন্দরে তাকে গ্রেপ্তার না করার সমালোচনা করে বিএনপি নেতারা অভিযোগ করেন, লতিফের প্রতি সরকারের সমর্থন আছে।

এ অভিযোগ নাকচ করে ওবায়দুল কাদের বলেন, “লতিফের গর্হিত বক্তব্যের পর থেকেই তার ব্যাপারে সরকার ও আমাদের দল কঠোর অবস্থানে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

“লতিফ সিদ্দিকীকে নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না,” বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

মঙ্গলবার আদালতে আত্মসমর্পণের পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠায় আদালত।

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থাকবে কি না তা স্পিকারের রুলিংয়ের ওপর নির্ভর করছে বলে জানান মন্ত্রী।

দুপুরে সিলেট নগরীর চণ্ডীপুরে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর পর সড়কমন্ত্রী কাদের বলেন, “অবৈধভাবে ফিটনেসবিহীন গাড়ি চালানোর ফলে ইদানিং সড়কে দুর্ঘটনা ও যানজট বাড়ছে। এ সব যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে ওবায়দুল কাদের সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে অন্তত ১০টি অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন।

অভিযানে সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান উপস্থিত ছিলেন।