সুইডিশ মন্ত্রীর সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

বাংলাদেশে সফররত সুইডেনের উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী ইসাবেলা লোভিনের সঙ্গে দেখা করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 08:04 AM
Updated : 24 Nov 2014, 08:04 AM

সোমবার গুলশানে সুইডেনের রাষ্ট্রদূতের বাসায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চার সদস্যের ওই প্রতিনিধি দল সুইডিশ মন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই বৈঠক চলে।

বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী ও সাবিহ উদ্দিন আহমেদ।  এ সময় সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেলসহ উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রীর প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তিনি (মন্ত্রী) দেশের গণতন্ত্র ও রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন।”

“আমরা তাদের বলেছি, দেশের গণতান্ত্রিক পরিস্থিতির উন্নয়ন হওয়া প্রয়োজন রয়েছে।”

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সুইডেনের মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

ফখরুল জানান, বৈঠকে সুইডেনের মন্ত্রী দেশের জনগণের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে সকালে সুইডেনের উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনদিনের সফরে ঢাকা আসেন। ঢাকা অবস্থানকালে ইসাবেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।