অবস্থা ’৭২-’৭৫ সালের চেয়েও খারাপ: মির্জা আব্বাস

বাংলাদেশে বর্তমানে স্বাধীনতা পরবর্তী সময়ের চেয়েও ‘খারাপ’ অবস্থা বিরাজ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 07:08 PM
Updated : 22 Nov 2014, 07:08 PM

ফাইল ছবি

শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “আওয়ামী লীগ ও গণতন্ত্র পাশাপাশি চলতে পারে না। অতীতে তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল।

“এখন তারা সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৭২-৭৫ সালের চাইতেও অনেক বেশি মামলা-মোকদ্দমা দিচ্ছে, নিপীড়ন-নির্যাতন-অত্যাচার চালাচ্ছে। ওই সময়ের চেয়েও বর্তমানে খারাপ অবস্থা বিরাজ করছে।”

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে ‘আগামীর বাংলাদেশের কৃষি উন্নয়ন ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

লন্ডনে থাকা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ‘অঙ্গীকার’ করে মির্জা আব্বাস বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র থাকবেই। সেসব মোকাবেলা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। 

“আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এদেশের মানুষের ভালোবাসায়, আন্দোলনের মাধ্যমে তারেক রহমান দেশে ফিরে আসবেন। কোনো শক্তিই তাকে বিমানবন্দরে আটকে রাখতে পারবে না।”

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, গাজী মাজহারুল ইসলাম দোলন, নাসিরউদ্দিন রহমান অসীম, শামীমুর রহমান শামীম, শহিদুর রহমান, মতিউর রহমান গাজ্জালী প্রমুখ।