জোট নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

আন্দোলনের কর্মকৌশল নিয়ে ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 04:19 PM
Updated : 22 Nov 2014, 04:19 PM

শনিবার রাতে গুলশানের কার্যালয়ে এই বৈঠকের কোনো সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়নি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি দেবেন বলে ঘোষণা দিয়ে খালেদা জিয়া এর আগে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপরই জোট নেতাদের সঙ্গে বসলেন।  

বৈঠকে ছিলেন জামায়াতে ইসলামীর রিদওয়ান উল্লাহ শাহিদী, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, এলডিপির অলি আহমেদ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পাটির (জাফর) টিআইএম ফজলে রাব্বী, মোস্তফা জামাল হায়দার, জাগপার শফিউল আলম প্রধান, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, এনডিপির খন্দকার গোলাম মূতর্জা, ইসলামিক পার্টির আবদুল মোবিন, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, সাম্যবাদী দলের সাঈদ আহম্মেদ, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, জমিয়তে উলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম, ডিএল’র সাইফুদ্দিন মনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে ছিলেন।